Chhayabithi.com

আখলাকুর রহমান রাহী

পেশায় প্রকৌশলী আখলাকুর রহমান রাহী বর্তমানে কাজ করছেন বাংলাদেশের একটি মোবাইল ফোন অপারেটরে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ করেন। বাইসাইকেল আর নতুন জায়গা দেখার স্পৃহা থেকেই সুযোগ পেলে ঘুড়তে বেড়িয়ে পরেন দেশের আনাচে কানাচে। ২০১২ সালে বাইসাইকেল নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ ঘুরে বেরিয়েছেন একা একা। ২০১৫ সালে দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়াতে ক্রস কান্ট্রি সাইক্লিং (থাইল্যান্ড বর্ডার থেকে সিঙ্গাপুর বর্ডার) করেন সমুদ্র তীর ধরে। পুরো পৃথিবী সহধর্মিণীসহ চক্কর দেয়ার ইচ্ছে তার বহুদিনের আর অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের।
পাহাড়ের প্রতি ঝোঁক থাকায় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সস্ত্রীক বেড়িয়ে পড়েন এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ে। পাহাড়কে কখনো জয় করা যায় না পাহাড় অনুমতি দিলে তবেই সে পর্বতারোহীকে আরোহণ করার সম্মতি দিয়ে থাকে। লেখকের এভারেস্ট চূড়া স্পর্শ করার স্বপ্ন অনেক দিনের। আর তাই দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসাবে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং দিয়েই মূল ধারার পর্বতারোহনের শুরু। সামনে পেরুতে হবে বন্ধুর পথ।
এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ের রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার, প্রতিক‚ল প্রকৃতি এবং ভালোলাগা অনুভূতিগুলো নিয়ে লেখা ‘শুরু হোক হিমালয়’ লেখকের প্রথম বই।

আখলাকুর রহমান রাহী এর বইসমূহ