জামসেদ ওয়াজেদ
জামসেদ ওয়াজেদ প্রেম-প্রকৃতি ও সৌন্দর্যের কবি। জন্ম ১১ জানুয়ারি ঢাকায়। পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার শ্রীপুর গ্রামে। চারপাশের ঘটমান প্রবাহ তীক্ষ্ণ দৃষ্টির দেদীপ্যমানতায় অন্তরঙ্গ করে তোলাই তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য। দুপুর ঝলসানো রোদের তীব্রতা এবং সায়ংকালের মিষ্টতার মধ্যে স্পষ্টতর ব্যবধান থাকলেও তাঁর সমাঘ্রাত শক্তির কারণে এ দুই-ই হয়ে উঠে সাযুজ্যপূর্ণ ও প্রতীতিপূর্ণ। তাই বিষয়-বৈচিত্র্যের প্রতঙ্গ ছেঁড়াফুঁড়ায় তাঁর হাত বিশেষজ্ঞ ডাক্তারের মতোই নির্ভরতার প্রতীক। জামসেদ ওয়াজেদ নব্বই দশকের প্রতিশ্রুতিশীল কবিদের একজন। শব্দের পর শব্দ গেঁথে আজ কবিতার মহাসড়কে এসে দাঁড়িয়েছেন তিনি। সম্ভবত তরুণদের মধ্যে তিনিই সর্বাধিক সনেট রচয়িতা। লিখছেন শিশুদের জন্য কবিতা, ছড়া ও গল্প। ১৩টি কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০টি। বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর কবি রাষ্ট্রভাবনার পরিবর্তে দেশ ভাবনায় নিজের অস্তিত্বকে যন্ত্রণ করতে আপোষহীন। অমিত কষ্ট বুকে সৃজন করে কাব্যকলার অমেও ফুল ফোটাতে নিয়ত ছুটে চলাকেই তিনি জীবনের পৌর্ণমাসী জ্ঞান করছেন। তিনি শিল্প-সাহিত্যের কাগজ জলছবি এবং বাংলা কবিতার বাঁকবদলের ধারা সৃজন উন্মুখ ম্যাজিক লণ্ঠনের সম্পাদক। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পিতা মৃত জাকির হোসেন পাটওয়ারী, মাতা জেবুননেসা, স্ত্রী শাহানা তাবাসসুম, পুত্র সাবিত ফাইয়াজ ও কন্যা ওয়াসেফা জাইফাকে নিয়ে কবির সংসার।