জাহাঙ্গীর আলম শোভন
অষ্টম শ্রেণি পড়া অবস্থায় তার লেখা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। ই-কমার্স, পর্যটন ও আত্ম-উন্নয়নমূলক লেখনীতে অনলাইন পাঠকের কাছে আদৃত। তার সহস্রাধিক লেখা প্রকাশিত হয়েছে পত্রিকা ও অনলাইনে। আত্ম-উন্নয়নমূলক লেখনি তাকে জীবনমুখী লেখক হিসেবে পরিচিতি দিয়েছে। ২০১৬ সালে তিনি পায়ে হেঁটে তেঁতুলিয়া টেকনাফ ভ্রমণ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন।
বাংলা ১৪২৩ সালে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর বিবেচনায় প্রশংসিত বাংলাদেশীদের একজন তিনি। একজন পর্যটক ও সমাজকর্মী হিসেবেও তিনি সূধী মহলের প্রশংসা কুড়িয়েছেন।
জাহাঙ্গীর আলম শোভন এর বইসমূহ
-25%
Close