ড. রেজা খান
ড. রেজা খানের বাড়ি ঢাকার ধামরাই থানার বালিয়া বড়বাড়ি। জন্ম ১লা জানুয়ারি ১৯৪৭ সাল। তিনি পড়শুনা করেন বালিয়া, মানিকগঞ্জ হাই স্কুল ও দেবেন্দ্রনাথ কলেজে; ঢাকার নটরডেম কলেজ থেকে ১৯৬৮ সালে বি.এস.সি. এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০-৭১ সালে এম.এস.সি. ও বোম্বে নেচরাল হিস্ট্রী সোসাইটির সভাপতি ড. সালিম আলীর অধীনে পাখির উপর মাঠ গবেষণা করে বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।
রেজা খান ঢাকার দুটি কলেজে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭১-৮৩ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। এরপর ১৯৮৩ সালের ১৫ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন চিড়িয়াখানায় কাজ করার পর বর্তমানে দুবাই সাফারিতে প্রধান বন্যাপ্রাণী বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
বাংলাদেশে ব্যাপক বন্যপ্রাণীর উপর গবেষণা করার ফলে তিনি ডজন খানেক বাংলা বই লেখেন এবং সম্পাদনা করেন।
এ পর্যন্ত দেশে ও বিদেশে তার অর্ধশত বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ইংরেজিতে লেখা ও সম্পাদিত দেশি-বিদেশি বইয়ের সংখ্যাও প্রায় এক ডজন।
তিনি বাংলাদেশে বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ পদকসহ দেশে ও বিদেশে আরও আধা ডজন প্রকৃতি সংরক্ষণ ও আজীবন কৃতিত্বমূলক পদক পেয়েছেন।