নাসিরুদ্দীন তুসী
লেখালেখির জগতে সুপরিচিত মুখ। কবিতা, গান, গল্প, গবেষণা প্রবন্ধ রচনার পাশাপাশি নিয়মিত লিখছেন ছোটদের জন্য। প্রকাশিত হয়েছে ছড়া, কিশোর কবিতা, গল্পের বেশকিছু বই। মাঠের শেষে দূরের দেশে, ঘরপালানো দুপুর, কালের ছড়া, জোছনার বৃষ্টি, পরির জন্যে ভালোবাসা, পরি রাজকন্যা, ময়ূরপরি তার উল্লেখযোগ্য গ্রন্থ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর সহপাঠ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে তার লেখা।
মা, মাটি, মাতৃভ‚মি, মাতৃভাষা, মুক্তিযুদ্ধ ও মানুষ তার প্রিয় প্রসঙ্গ। ভালোবাসেন ছোটদের। ভালোবাসেন ফুল, পাখি, নদী-নিসর্গ।
লেখালেখির মাধ্যমে পরম মমতায় গড়ে তুলছেন এক বর্ণিল জগৎ।
সেলিব্রেটিং লাইফ অ্যাওয়ার্ড, সুনীতি অ্যাওয়ার্ড, গণ-গ্রন্থাগার পুরস্কার, জেলা প্রশাসক সম্মাননা পদক, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিপদক, ছোটদের মেলা সাহিত্য পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা লাভ করেছেন তিনি।
লেখকের জন্ম ফেনী জেলার বারাহিপুর গ্রামে। মা হালিমা খাতুন ও বাবা আবদুল হক এর কাছে পুঁথি ও গল্প শুনে শুনে লেখালেখির প্রতি আগ্রহী হয়ে ওঠেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষে পেশাগত জীবনে করছেন শিক্ষকতা ও গবেষণা। স্ত্রী ফেরদৌসী সুলতানা নাসরীন, ছেলে জাহিন জারিফ ও মেয়ে হাফসা মালিহাকে নিয়ে তার পারিবারিক জীবন। E-mail : [email protected]
Facebook : Nasiruddin Tusi