প্রফেসর মোঃ ফজলুর রহমান
জন্ম ২৩ জানুয়ারি ১৯৩৭ সাল। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী হাই স্কুল থেকে ১৯৫৪ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী সরকারী কলেজে ভর্তি হন। আই.এ. এবং বি.এ. সম্মান (দর্শন) রাজশাহী কলেজে পড়েন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি লাভ করার পর থেকেই কলেজে অধ্যাপনার কাজে রত হন। দীর্ঘদিন কাটে রংপুর কারমাইকেল কলেজে, প্রায় সাতাশ বছর। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অধ্যাপনার কাজ করেন প্রায় সাড়ে ছয় বছর। উপাধ্যক্ষ হিসেবে রংপুর কারমাইকেল কলেজে এবং উলিপুর সরকারী কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারী চাকরি থেকে অবসরে যাওয়ার পর শরীর সুস্থ থাকায় এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট থাকার জন্য ভ‚রুঙ্গামারী মহিলা কলেজ এবং রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তাঁর কর্মজীবনে তিনি কলেজ পর্যায়ের তিনখানা পুস্তক প্রণয়ন করেন।