মামুন সারওয়ার
মামুন সারওয়ার। সার্টিফিকেট নাম আবদুল্লাহ আল-মামুন। পিতা : আলহাজ্জ হযরত আলী মাস্টার। মাতা : মােছাম্মদ খায়রুন নেছা । জন্ম : ভােলা জেলার দৌলতখান উপজেলায়। বর্তমানে যশাের শহরে বসবাস করছেন। বয়স তারুণ্যের সিঁড়িতে। পড়াশােনা করেছেন বাংলা সাহিত্যে। তরুণ ছড়াকার, সংগঠক। ছড়া কিশাের-কবিতাই প্রধানত তার সৃষ্টির মাধ্যম। দেশের প্রথম শ্রেণির দৈনিক ও মাসিক পত্র পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ পাচ্ছে। অমর একুশে গ্রন্থমেলা ২০০৫ ও ২০০৯ সালে প্রকাশিত হয়েছে মায়ের হাতের পাখা ও ঘুড়ির আকাশ নামে দুটি ছড়া-কবিতার বই। সম্পাদনা করেছেন নজরুল বিষয়ক গবেষণাধর্মী লিটল ম্যাগাজিন নজরুল সাহিত্য পরিষদ পত্রিকা’, ছড়ার কাগজ ‘লাটাই’ । গীতিকবিতার জন্য পেয়েছেন ‘ডক্টর মােহাম্মদ মনিরুজ্জামান পুরস্কার’, ‘নড়াইল বেনাহাটি পাবলিক লাইব্রেরি সম্মাননা’, মহিউদ্দীন আহমদ স্মৃতি পুরস্কার’ রাজশাহী। বাংলা একাডেমী তরুণ লেখক প্রকল্পের বাছাইকৃত তরুণ লেখক। কাজ করেছেন দৈনিক ইত্তেফাকের কচি কাঁচার আসর, বাংলাদেশ শিশু একাডেমী (প্রকাশনা) ও চ্যানেল আইতে। প্রতিষ্ঠাতা সম্পাদক নজরুল সাহিত্য পরিষদ’ ও ‘যশাের ছড়া সংসদ’-এর। রিপাের্টার ছিলেন দক্ষিণাঞ্চলের আলােচিত ‘দৈনিক রানার’ পত্রিকায়। সাধারণ সদস্য, যশাের ইন্সটিটিউট ও যশাের শিল্পকলা একাডেমী।