রহীম শাহ
আশির দশকে রহীম শাহকে আমার চোখে পড়ে। প্রথমে তার লেখা ছড়া-কবিতা, পরে মানুষটিকে। বলতে দ্বিধা নেই, দুটিই আমার ভালাে লাগে। লেখক-কবি রহীম শাহ ভিন্ন মেজাজের। মেধাবী ও পরিশ্রমী। সৎ, অত্যন্ত সৎ লেখক। ওর মনােভাব ও দৃষ্টিভঙ্গি ওর রচনাতেও যথেষ্ট পাওয়া যাবে। ছড়ার প্রচলিত রীতির প্রতি অনুগত দেখালেও ফর্ম ভাঙচুরও করেছেন অনেক ক্ষেত্রে—এইটে দেখে বড়াে ভালাে লেগেছে। অন্নদাশংকর রায়ের এই পথে রফিকুল হককে প্রায় একাই বিচরণ করতে দেখেছি এতদিন। উদ্ভট আজগুবিই শুধু নয়—কবিতায় ব্যাখ্যা ও শব্দার্থের বহুমাত্রিকতার স্বাদও পেয়েছি। আর কিছু মিল, অলীক রস ও বিস্ময়কর মিল, যা ছড়ার প্রাণ, কত অনায়াসে তিনি এনেছেন, সাজিয়েছেন । বড়াে যত্নে, বড়াে ভালােবেসে। ছােটোদের প্রতি শ্রদ্ধা, সমীহবােধ থাকলেই এই কাজটি করা সম্ভব। বােঝা যায়, পুঁজি বা রেস্ত তার আছে, সাহস ও শক্তিরও অভাব নেই। তার এই অপরূপ বইটি ছােটোদের যেমন আনন্দ দেবে, তেমনি বড়ােদেরও চিন্তার খােরাক জোগাবে এই আশা আমি করতেই পারি ।
আসাদ চৌধুরী