রিচার্ড ফিলিপ্স ফাইনম্যান
১১ মে ১৯১৮ – ১৫ ফেব্রæয়ারি ১৯৮৮]
নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। পড়াশোনা করেছেন এম.আই.টি এবং প্রিন্সটনে।
১৯৪২ সালে পি.এইচ.ডি শেষে নিউ মেক্সিকোর লস এলামস প্রজেক্টে এটম বোমা তৈরিতে ভ‚মিকা রাখেন।
শিক্ষকতা করেছেন কর্নেল ও ক্যালটেক বিশ্ববিদ্যালয়ে।
লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে তিনি পদার্থবিজ্ঞানকে জনপ্রিয় করেছেন। ফাইনম্যান ছিলেন মুক্তচিন্তার অধিকারী সুরসিক ব্যক্তি।
জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও ফাইনম্যান পৃথিবীর অন্যতম বিখ্যাত, জনপ্রিয় ও আলোচিত বিজ্ঞানী।