শাহরিয়ার সোহাগ
জন্ম ১৯৯৫ সালের ১৭ সেপ্টেম্বর, যশোরের চৌগাছা উপজেলাতে। মাতা মোসা. রাশিদা খাতুন স্থানীয় একটি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষিকা।
বর্তমানে তিনি পড়াশুনা করছেন দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজে ইতিহাস বিভাগে সম্মান শেষ বর্ষে। পড়াশোনার পাশাপাশি মঞ্চনাটকে অভিনয়, শর্টফিল্ম ডকুমেন্টারি পরিচালনা, ফটোগ্রাফি, লেখালেখিতে ব্যস্ত সময় পার করছেন। তাঁর প্রকাশিত অন্য গ্রন্থসমূহ হলো- অসমাপ্ত বন্ধুত্ব, চেনা বন্ধু অচেনা পথ ও হলুদ বাতির হাসি।
তাঁর আলোচিত শর্টফিল্মের মধ্যে অন্যতম- তনু, পিস্তল, রঙের কাগজ, পূর্ণতা। এছাড়া তিনি তাঁর নিজ উপজেলার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নতুন লেখকদের লেখালেখির চর্চা বাড়াতে তিনি িি.িংযড়ঢ়ঃড়নড়ৎহধ.পড়স নামে একটি অনলাইন সাহিত্য পত্রিকা চালু করেছেন।
শাহরিয়ার সোহাগ এর বইসমূহ
-30%
Close