শিখা রহমান
কবির এবং বাবা প্রকৌশলী মরহুম মোঃ আমিনুর রহমান। পেশায় পুরকৌশলী এই লেখিকা স্নাতক ডিগ্রী অর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এণ্ড টেকনোলজি (Georgia Tech) থেকে পি এইচ ডি করেছেন পুরকৌশলে। বর্তমানে গবেষণা ও অধ্যাপনায় নিযুক্ত আছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে। পূর্বে তিনি বুয়েটে প্রভাষক হিসেবে এবং যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে অবস্থিত জ্যাকসন স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কাজ করেছেন। শিখা রহমান বেশ কিছুদিন ধরে অনলাইনে বিভিন্ন গ্রুপে ও ব্লগে লেখালেখিতে যুক্ত আছেন। বুয়েটের ‘আড়িপেতে শোনা সংকলন’ সহ কয়েকটি গল্প সংকলনে ওনার লেখা প্রকাশিত হয়েছে। ওনার একটি ছোটগল্প নাটক হিসেবেও যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হয়েছে। বর্তমানে উনি নিজের পেশা ও লেখালেখি নিয়েই আছেন। তিনি দুই পুত্র ও জীবনসঙ্গীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস করছেন।