সুব্রত মজুমদার
সুব্রত মজুমদার পেশায় গণিতবিদ। চার দশকেরও ওপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যাপনা করেছেন। ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন। এছাড়া তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট (কলকাতা) ও ম্যাকেরের বিশ্ববিদ্যালয় (উগান্ডা)-এ শিক্ষকতা ও গবেষণা করেছেন। পাশাপাশি আব্দুস সালাম ইন্টার্ন্যাশনাল সেন্টার ফর থিওরেটিকাল ফিজিক্সে (ত্রিয়েস্ত, ইটালি) এসোসিয়েট এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ছিলেন। গণিত বিষয়ে তাঁর অনেক গবেষণাপত্র দেশী-বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে।
লেখক পারিবারিকভাবে উ”চমানের সংগীতের আবহাওয়ায় গড়ে উঠেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের ও রবীন্দ্র নৃত্যনাট্যের একজন অগ্রণী প্রশিক্ষক, উদ্যোক্তা ও সংগঠক হিসেবে তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে যুক্ত আছেন। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং এই পরিবারে রাজশাহী শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সম্মিলন পরিষদের সম্মানিত উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
লেখকের প্রকাশিত বই-এর মধ্যে আছে : আইনস্টাইনের মূল গবেষণা-প্রবন্ধের অনুবাদ ‘আপেক্ষিকতা নীতি’ (বাংলা একাডেমী), ‘গণিতের মজা, গণিতের বাঁধা’ (সময়), ‘টপোলজি’ (সময়)। শেষের বইটি অধ্যাপক ড. নাসিমা আখতারের সঙ্গে যৌথভাবে লেখা।