Chhayabithi.com

সৈয়দ আখতারুজ্জামান

সৈয়দ আখতারুজ্জাম নের জন্ম ১৫ ডিসেম্বর ১৯৭৭ সালে। বরগুনা জেলার পাথরঘাটা থানার রায়হানপুর গ্রামে।
পড়শোনা : তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, আবুজর গিফারী কলেজ থেকে ডিগ্রি এইচ এস সি, তেজগাঁও কলেজ থেকে ডিগ্রি এবং সরকারি তিতুমির কলেজ থেকে মাস্টার্স পাস করেন। যদিও রায়হানপুর গ্রামেই তাঁর ছেলেবেলা ও স্কুল জীবনের অধিকাংশ সময় কাটে। অষ্টম শ্রেণিতে ট্যান্টেপুলে বৃত্তি পেয়ে নবম শ্রেণি থেকে ঢাকায় চলে আসেন। এইচএসসি পাস করার পরপরই খন্ডকালীন চাকরির মাধ্যমে তাঁর স্বনির্ভর যাত্রা শুরু হয়। চাকরির পাশাপাশি চলতে থাকে পড়াশোনাও। ‘বাজারজাতকরণ’ নিয়ে মাস্টার্স পরীক্ষায় তিনি সারাদেশে প্রথস স্থান অধিকার করেন। ১৯৯৯ সালে দৈনিক বাংলার বাণী পত্রিকায় সাংবাদিকতা দিয়ে তাঁর পূর্নাঙ্গ পেশাগত জীবনের শুরু।
শখের বসে এ্যাডভেঞ্জার ট্যুরিজম নিয়ে অনেকদিন ধরে করলেও ব্যবসা হিসেবে পর্যটন সম্পৃক্ততা শুরু হয় ২০০৯ সাল থেকে রিয়ন্ড এ্যাডবেঞ্চার এন্ড ট্যুরিজম প্রধান নির্বাহী কর্মকর্তা । যা ২০১১ সাল থেকে ট্যুর অপারেটরস অ্যাসোেিসয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল এ্যাসোসিয়েশন (পাটা)- এর সদস্য। দেশের জাতীয় দৈনিক পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে পর্যটন বিষয়ক লেখালেখির পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে আরো পর্যটন সচেতন করে তুলতে কাজ করছেন সমাজের নানা স্তরে। তিনি বর্তমানে পর্যটন সংগঠন ‘উই লাভ ট্যুরিজম’ এর যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইমেইল- [email protected]

সৈয়দ আখতারুজ্জামান এর বইসমূহ