ইকরামুল হাসান শাকিল
ইকরামুল হাসান শাকিল পর্বতারোহী হিসেবেই বেশি পরিচিত। তবে সে লেখালেখি করছে সেই শৈশব থেকেই। ছোটবেলা থেকেই ছড়া, কবিতা, গল্প লেখার হাতেখড়ি। ২০১৮ সালে তৃতীয় বই “পদচিহ্ন এঁকে যাই”, ২০১৬ সালের বইমেলায় দ্বিতীয় বই “মাউন্ট কেয়াজো-রি শিখরে বাংলাদেশ” এবং ২০১১ সালের বইমেলায় ধ্রæব মজুমদার ছদ্মনামে প্রথম কাব্যগ্রন্থ ‘হেয়ালী ফেরা’ প্রকাশ পায়। দেশের প্রথম পর্বতারোহণ ক্লাব বিএমটিসি’র সদস্য হয়ে পর্বতারোহণ করছে। ২০১৪ সালে ভারতের উত্তরকাশির ‘নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং’ থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ এবং ২০১৮ সালে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৮ সালে ভারতের গারওয়াল হিমালয়ের ১৮ হাজার ৭১১ ফুট উঁচু দ্রৌপদি-কা-ডান্ডা-২ এবং ২০১৫ সালে নেপালের ২০ হাজার ২৯৫ ফুট উঁচু মাউন্ট কেয়াজো-রি কঠিন পর্বত শিখর আরোহণ করেন। ২০১৭ সালে নেপালের ১৬ হাজার ৭৫২ ফুট উঁচু লারকে পাস অতিক্রম এবং ২০ হাজার ৫০২ ফুট লারকে পর্বতের ১৮ হাজার ৫৩৭ ফুট পর্যন্ত আরোহণ করে।
টিউশনি দিয়ে উপার্জন শুরু তারপর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে। তরুণ উদ্যোক্তা (সিইও, থ্রিল বাংলাদেশ ট্যুরিজম), মোটিভেশনাল স্পিকার, মঞ্চনাটক, টিভি নাটকেও কাজ করে যাচ্ছে। বাবা খবির উদ্দিন, মা শিরিন আক্তার, ছোট দুই ভাই সজিব ও সাকিব। গাজীপুরের, ফুলবাড়িয়া ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম বাগচালা। সেখানেই জন্ম ও বেড়ে উঠা।
কৃতজ্ঞতা : ইনাম আল হক, এম এ মুহিত, মাহফুজুল আলম মাসুম, সৈয়দ আখতারুজ্জামান, এস এ এম সুমন, সেলিম শামসুল হুদা চৌধুরী, সাবিল রেজা চৌধুরী, তাপস রায়, জাহাঙ্গীর আলম, নাহিদা নিশা, সালাহ উদ্দিন মাহমুদ।
Reviews
There are no reviews yet.