chhayabithi.com

ইফতেখার হালিম

ইফতেখার হালিমের জন্ম ১৯৬২ সালের ১৭ ফেব্রুয়ারি। পিতা মোঃ আবদুল লতিফ ও মাতা হাজেরা খাতুন। পৈতৃক নিবাস ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৃ-কাঠালিয়া গ্রামে। সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং গৌরীপুর সরকারি কলেজ হতে এইচএসসি পাস করেন। সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ (নৈশ) হতে ডিএইচএমএস পাস করেন। দুই ভাই ও ছয় বোনের মধ্যে তিনি সবার বড়। ইফতেখার হালিম নামে কবি পরিচিতি পেলেও তাঁর প্রকৃত নাম মোঃ আবদুল হালিম। তাঁর দুই পুত্র মোঃ ফারহান ফুয়াদ তপু ও মোহাম্মদ ফারহান ফাসিদ টুকু এবং স্ত্রী ফারহানা আলম। বর্তমানে তিনি রেলভবন, ঢাকায় কর্মরত আছেন। প্রকাশিত গ্রন্থ:- আনন্দের শিশির ভোর, কবিতা ২০০৪, কষ্টের দূতাবাস, কবিতা ফেব্রুয়ারি ২০১২, জোছনার আলোয় অনুদিত বিষন্নতা, কবিতা ফেব্রুয়ারি ২০১৩, জলের আড়ালে পিপাসার পদ্য, কবিতা ফেব্রুয়ারি ২০১৪, করতলে ভাঙা সিঁড়ির গল্প, কবিতা ফেব্রুয়ারি ২০১৫, বঙ্গবন্ধু শেখ মুজিব, কিশোর কবিতা ফেব্রুয়ারি ২০১৫, নিরবতায় নতজানু প্রেমিক, কবিতা ফেব্রুয়ারি ২০১৬, মুক্তিযুদ্ধের কিশোর গল্প, ফেব্রুয়ারি ২০১৬, অলস পড়ে থাকে মেধাবী দুপুর, কবিতা ফেব্রুয়ারি ২০১৭, ছন্দে ছন্দে দেশের গল্প, কবিতা ফেব্রুয়ারি ২০১৭, বিজয় মিছিল, কবিতা ফেব্রুয়ারি ২০১৮ ।

ইফতেখার হালিম এর বইসমূহ