Chhayabithi.com

আবুল হায়াত

জন্ম : ২৩ ভাদ্র ১৩৫১ (৭ সেপ্টেম্বর)
জন্মস্থান : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমা জজান গ্রামে।
বেড়ে ওঠা : চট্টগ্রাম শহরে।
মা : মরহুম শামসুন্নাহার বেগম।
বাবা : মরহুম এম. এ. সালাম।
শিক্ষা : বি.এস.সি (সিভিল) ইঞ্জিনিয়ারিং। বুয়েট ১৯৬৭ সাল।
পেশা : বর্তমানে ভিডিও মিডিয়ার জন্য নাটক রচনা, পরিচালনা এবং অভিনয়। ছোট বেলা থেকে অভিনয়ের প্রতি আকৃষ্ট। দশ বছর বয়সে শুরু করে মঞ্চ, রেডিও, টিভি, ছায়াছবি প্রতিটি মাধ্যমে স্বচ্ছন্দ্য বিচরণ। নাগরিক নাট্য স¤প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৭)সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পুরস্কার লাভ। সা¤প্রতিক সময়ে নাটক রচনা ও পরিচালনার জন্যও পুরস্কৃত। লেখালেখি ছাত্রজীবন থেকেই। তবে খুবই অনিয়মিত।
প্রথম সাড়াজাগানো কলাম : পাক্ষিক তারকালোকে ফুটনোট।
আলোচিত গল্পগ্রন্থ : অচেনা তারা।
জনপ্রিয় কলাম : দৈনিক প্রথম আলোয় এসো নীপবনে।
বিবাহ : ফেব্রুয়ারি, ১৯৭০।
স্ত্রী : শিরীন হায়াত।
কন্যাদ্বয় : বিপাশা হায়াত ও নাতাশা হায়াত।

আবুল হায়াত এর বইসমূহ